রংপুর: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) সহযোগীতায় রংপুর সদর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানরে সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাওন, উপজেলা ভূমি কর্মকর্তা ফাইজুল কবির, ইউজেডজিপি’র ডিষ্ট্রিক্ট ফেসিলিটেটর জাহাঙ্গির হোসেন, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা। কর্মশালায় রংপুর সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।