প্রকৃত অপরাধীরা অচিরেই গ্রেফতার হবে- রংপুর রেঞ্জের ডিআইজি

Slider টপ নিউজ

rangpur-dig-23-06-16

রংপুর: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত অপরাধীরা অচিরেই গ্রেফতার হবে জানিয়ছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেছেন, লিটন হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত এগিয়ে চলছে। সবগুলো বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সোমবার (২ জানুয়ারী) বিকেলে সুন্দরগঞ্জে এমপি লিটনের বাড়ির উঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

ডিআইজি ফারুক বলেন, এমপি লিটন হত্যাকান্ডের ঘটনায় জামায়াত-শিবিরের দিকে ইঙ্গিত করেই মামলা করেছে তার পরিবার। ওই বিষয়ে তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। পাশাপাশি আরও কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, এঘটনায় জামায়াত-শিবিরের ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অচিরেই প্রকৃত অপরাধীরা গ্রেফতার হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনকে নিজ বাড়িতে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *