শ্রীপুরে সংঘর্ষে আহত-১৫

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

img-single_5313index

শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: : উপজেলার টেপিরবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরাবাড়ী (উত্তরপাড়া) গ্রামের জিকু মিয়ার গ্রুপ ও  গোদার চালা গ্রামের জালাল সরকার গ্রুপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।

সংঘর্ষে আহতরা হলো, তাইজুদ্দিন সরকার, মাইনুদ্দিন সরকার, জুয়েল, শাহানাজ নাসির, মোমেন,আমান, হাবিবুল,শাহানাজ,মমতাজ,ও জরিনাসহ ১৫ জন।

গুরুতর আহতদের ময়মনসিংহ ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীরা জানান, দু’সপ্তাহ পূর্বে টেপিরাবাড়ী (উত্তরপাড়া) গ্রামের মোস্তফা ফকিরের পুত্র জিকু মিয়া ও  গুদারচালা গ্রামের আব্দুল আজিজের পুত্র জালাল উদ্দিন সরকারের সাথে তুচ্ছ একটি ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনায় বুধবার বিকেলে গুদারচালা গ্রামের জালাল সরকারের নেতৃত্বে দু’শতাধিক নারী-পুরুষ দা,লাঠি,বল্লম ও লোহার রড় নিয়ে জিকু এবং তার চাচা সুজনের বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়।

পরক্ষণেই টেপিরবাড়ী গ্রামের জিকুর নেতৃত্বে শতাধিক এলাকাবাসী জালালের বাড়ীতে হামলা করেতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৫ নারী-পুরুষ আহত হয়। গুরুতর আহতদের ঢাকা ও ময়মনসিংহ হাসপাতালে এবং সাধারনদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্যে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তবে উভয় পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *