ডিমলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার -১০

Slider রংপুর

screenshot_2016-12-31-22-44-07

 

মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধি :।। গত ৩০ ডিনেম্বর রাতে নীলফামারী ডিমলা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক দ্রব্য ইয়াবা ব্যবসায়ীর ৪ সদস্যকে গ্রেফতার, জুয়ার আসর থেকে ৪ জুয়ারী ও ২  ওয়ারেন্ট ভূক্ত  আসামীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। পৃথক পৃথক অভিযানে থানা পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা হলেন- ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী সদস্য উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া ছোটখাতা গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (৩২), মোঃ মশিয়ার রহমানের পুত্র শাজাহান ইসলাম (৩০),মোঃ কছির উদ্দিনের পুত্র মোঃ সাদেদুর রহমান (৩২) এবং জলঢাকা উপজেলার মুদিপাড়া (পৌরসভা) এলাকার মোঃ মজিবর রহমানের পুত্র মোঃ মীর আলম (৩২)কে মাদক দ্রব্য বিক্রির সময় মাদক দ্রব্য মরণ নেশার ১৮টি ইয়াবা ট্যাবলেটসহ ২নং ডালিয়া এলাকা থেকে হাতে নাতে পুলিশ ধরে ফেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিরোধী আইনে মামালা রুজ্জু করে তাদেরকে নীলফমারীর জেল হাজতে প্রেলন করা হয়েছে বলে  ডিমলা থানা পুলিশ সূত্রে জানা যায়। এ ব্যাপারে ডিমলা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ সাহাবুদ্দিন ও এসআই ইমাদ উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ জানান, তারা দীর্ঘ দিন ধরে চলমান অবস্থায় অল্প অল্প করে ইয়াবা ট্যাবলেট সঙ্গে রেখে ব্যবসা করে  আসছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর টেবিল ৯ (ক) ধারায় একটি মাদক বিক্রি অপরাধে মামরা দায়ের করা হয় যাহার নং-২২ তারিখ- ৩০/১২/২০১৬ ইং। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে জুয়া আসর থেকে ৪ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন- পচার হাট গ্রামের মোজাম উদ্দিনের পুত্র মমিনুর (৩০), মোঃ কফুর উদ্দিনের পুত্র খলিল উদ্দিন (২৮), নাউতরা নিজপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র শাহাবুল (২৬) ও জলঢাকার চিরা ভিজা গোলনার গ্রামের আলি মামুদের পুত্র মমিনুল ইসলাম (৩০)।  গ্রেফতারকৃত জুয়ারীদেরকে শুনিবার বিকালে ভ্রাম্যমান আদালতে হজির করা হলে ভ্যাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী ভূমি কমিশনার ( এ্যাসিল্যান্ড)  মিল্টন চন্দ্র রায় গ্রেফতার কৃতদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধ প্রমানিত হওয়ায় প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন। ডিমলা থানা পুলিশ রায়ের পরেই তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।  এদিকে থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীদ্বয় দক্ষিন বালাপাড়া ইউনিয়নের মৃত সহির উদ্দিনের পুত্র অলিয়ার রহমান (৬০) ও মোঃ নুর ইসলামের পুত্র শাহিনুর ইসলাম সেন্ডলু কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *