‘জেলা পরিষদ নির্বাচন জনগণের নির্বাচন না’

Slider রাজনীতি

528e1c3f9bf30-ershad

 

ঢাকা; সাংগঠনিক দুর্বলতার কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং জনগণের নির্বাচন না হওয়ায় জেলা পরিষদ ভোটে জাতীয় পার্টির অংশ নেয়নি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এরশাদ বলেন, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পার- কেন আমরা জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করিনি। এটা আসলে জনগণের নির্বাচন ছিল না। এটা মৌলিক গণতন্ত্রের মত নির্বাচন ছিল। সবাই ছিল সরকারি দল, সেজন্য এই নির্বাচনে যাওয়া সমীচিন ছিল না। নারায়ণগঞ্জে দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী না থাকার কারণে সেখানে নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দেয়নি উল্লেখ করে এরশাদ বলেন, আইভী সম্পর্কে আমাদের ধারণা ছিল। সেখানে জেতার মত সাংগঠনিক অবস্থা আমাদের ছিল না। তিনি বলেন, আমরা জোর দিচ্ছি জাতীয় নির্বাচনের দিকে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, সর্বশক্তি নিয়েই করবে। আমরা সেভাবে প্রস্তুতিও নিচ্ছি। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী ও সোলায়মান আলম শেঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *