সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

Slider গ্রাম বাংলা

15328309_1113966725339047_1710136986_n

 

শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শহরের বিভিন্ন স্থান থেকে ছয় মাদকসেবী ও জুয়াড়িকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও গণউপদ্রবের অভিযোগে ফুফু-ভাতিজাকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ আদেশ দেন। শহরের অফিসার্স কলোনীর মৃত ফজলুর ছেলে রফিকুল (৩২), কাজীরহাটের মৃত জহুরের ছেলে ইজহার (৩৬), নতুন মুন্সিপাড়ার রফিকুলের ছেলে সাইফুল ইসলাম (২৮), বাঙ্গালীপুর নিজপাড়ার মৃত হেছাব উদ্দিনের ছেলে সাদেক আলী (৫২), পুরাতন বাবুপাড়ার নবিজলের ছেলে ইমরান নাজির (৪০) ও একই এলাকার মৃত শহীদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৫) একই আদালতে গণউপদ্রবের অভিযোগ এনে কাশীরাম বেলপুকুর ইউনিয়নের সবলু বেগম (৪৫) ও তার ভাতিজা ফরমান শাহকে (১৬) প্রত্যেকের দুই হাজার করে টাকা জরিমানা করা হয়। এই দুই জনকে চেয়ারম্যান এনামুল হক চৌধুরী পুলিশে সোপর্দ করেছিলেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্তদের আজ শনিবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *