ঢাকা; ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি যে দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তার আংশিক জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন। ফখরুল বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনের ভেতরের খবর কি তা আমরা এখনো জানিনা। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ ভোট দিতে এসেছেন। আর তার মধ্য দিয়ে ভোটের অধিকারের পক্ষে আমাদের সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে।