গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিএনপির সাথে এতো কিসের সখ্যতা আপনাদের? বিএনপি আপনাদের কি দিয়েছে? তাদের সাথে আলোচনায় বসাতে আপনারা এতো অস্থির কেন? নাকি অস্ত্রের ঝনঝনানি আর বোমার শব্দ না শুনলে আপনাদের ঘুম হয় না। বিএনপির সাথে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা এখনো আলোচনা নিয়ে আছেন। আওয়ামী লীগ নেতাদের হত্যাকারীদের সাথে কিসের আলোচনা?
আজ বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ইতালিতে অনুষ্ঠিত আসেম সম্মেলনে তিনি বিশ্ব নেতাদের বলেছেন, তার সরকার কখনো সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেবে না।
বাংলাদেশীদের কাজের সুযোগ দেয়ায় ইতালির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তাদের বাংলাদেশ থেকে আরো কৃষিশ্রমিক নেয়ার কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তার সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বে এখন বাংলাদেশ রোল মডেল।
সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ অংশে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।