বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই’

Slider রাজনীতি

122423_kader
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি এখন সংলাপ চায়। তাদের সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। এবার আমরা খুব কনফিডেন্ট। এবার আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করে পার পাবে না। আবারও বলছি, কেউ যদি ২০০১ সালের রঙিন খোয়াব দেখতে চান। সেই রঙিন খোয়াব আর সফল হবে না।

আজ শুক্রবার ধানমণ্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, আন্দোলন নাকি নির্বাচন চায় সেটা নিজেরাই জানে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার চক্রান্ত হতে পারে। এবার ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করা হবে। আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ বর্ধিত সভার বিষয়ে তিনি বলেন, আগামী কাল গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। এতো বড় বর্ধিত সভা আর কখনো হয়নি। সভায় আগাম নির্বাচনে করণীয় বিষয়ে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *