মেকআপ না তুলে ঘুমালে ত্বকের মারাত্মক ক্ষতি

Slider লাইফস্টাইল

6fa8b740f3a921ef761c44c15ebb90c6-8700b35b73d83f49a271d23310d58452-untitled-12

চলছে উৎসবের মৌসুম৷ শীতের এই সময়টা বর্ণাঢ্য সাজে নিজেকে সাজানোর সুন্দর এক সময় কারণ, এ সময় ঘেমে যাওয়ার আশঙ্কা থাকে না৷ তাই মেকআপে চলে নানা রঙের ব্যবহার শীতে মনের মতো সাজে তো সাজা যায়ই, কিন্তু সাজ শেষে মেকআপ তোলাও গুরুত্বপূর্ণ বিষয় অনেককেই দেখা যায়, রাতে কোনো অনুষ্ঠান থেকে ফিরে ঠান্ডার ভয়ে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন এতে করে ত্বকের মারাত্মক ক্ষতি হয়।

এ বিষয়ে বললেন ডিভাইন বিউটি লাউঞ্জের রূপ-বিশেষজ্ঞ বাপন রহমান:
১. অনেকেই মেকআপ তোলার সবচেয়ে সহজ পদ্ধতি হিসেবে তেল ব্যবহার করেন৷ শুধু শুষ্ক ও মিশ্র ত্বকের মেকআপ তুলতে তেল ব্যবহার করুন।
২. তৈলাক্ত ত্বকে মেকআপ তুলতে কখনোই তেল ব্যবহার করবেন না৷ এতে ত্বকে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে।
৩. তৈলাক্ত ত্বকে মেকআপ তুলতে ওয়াটার বেজ ক্লিনজার ব্যবহার করতে পারেন ৷ এখন বাজারে অনেক ভালো মানের মেকআপ ক্লিনজার টিস্যু পাওয়া যায় ৷ মেকআপ তুলতে এগুলো বেশ কাজে দেয়৷
৪. এই টিস্যুগুলো মেকআপ তোলার পাশাপাশি ত্বককে ভেতর থেকে কন্ডিশনিং করে তোলে৷
৫. এ ছাড়া ত্বক সুস্থ রাখতে গরম পানির স্টিম নিতে পারেন৷ ৫ থেকে ১০ মিনিট গরম পানির স্টিম নিয়ে মুখ ধুয়ে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন৷
৬. পারলার থেকে বেঁধে আসা চুল খোলার জন্য অনেকেই তেল ব্যবহার করেন৷ এতে কিন্তু চুলে দেওয়া ম্যুজ, স্প্রের মতো উপকরণগুলো আরও ঘন হয়ে বসে যায় চুলে৷ এ জন্য চুল খুলতে প্রথমেই কন্ডিশনিং লাগিয়ে নিন৷ ১০ মিনিট রাখার পর চুলে শ্যাম্পু লাগিয়ে তা ভালো করে ধুয়ে নিন৷ শ্যাম্পু শেষে প্রয়োজন মনে করলে আবার চুলে কন্ডিশনিং করতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *