বিপিএল ফাইনাল আজ

Slider খেলা

43922_bpl

 

ঢাকা; দু’দলেই ফর্মে রয়েছেন খাঁটি ব্যাটসম্যান ও বোলাররা। তবে ‘বিগ ফাইনালে’ অলরাউন্ডাররা গড়ে দিতে পারেন পার্থক্য। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ  শিরোপার লড়াইয়ে নামছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা পৌনে ৬টায়। বিপিএল ইতিহাসে ঢাকার ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় ফাইনাল। ২০১২ ও ২০১৩’র আসরে শিরোপা কুড়ায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তবে প্রথমবারের মতো ফাইনাল খেলছে রাজশাহী।
ঢাকা ডায়নামাইটস দলে ব্যাটে-বলে চৌকস উপস্থিতি আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সাকিব আল হাসান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনের। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল-ডোয়াইন ব্রাভো এবং সাকিব আল হাসান বিশ্বজুড়ে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের বড় তারকা। ক্যারিয়ারে রাসেলের রয়েছে ৩৪৪৯ রান ও ২০৫ উইকেট। ডোয়াইন ব্রাভোর শিকার ৩৬৪ উইকেট  ব্যাট হাতে সংগ্রহ ৫২১৬ রান। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়ন্টি ক্যারিয়ারে খেলে নিয়েছেন ২২২ ম্যাচ। এতে ব্যাটে-বলে সাকিবের ঝুলিতে রয়েছে ২৫১ উইকেট ও ৩৫০৭ রান। বড় মঞ্চে এখনও বল হাতে তেমন সুযোগ পাননি নাসির-মোসাদ্দেকরা। তবে তাদের বোলিং সামর্থ্য নিয়ে সন্দেহ নেই বোদ্ধাদেরও। ড্যারেন স্যামি, সামিত প্যাটেল ও জেমস ফ্রাঙ্কলিনরা রাজশাহী কিংস দলের পরীক্ষিত অলরাউন্ডার। এতে ব্যাটে-বলে  জ্বলে উঠতে পারেন সাব্বির রহমান রুম্মন ও তরুণ তারকা আফিফ হোসেনও। অভিষেকে ৫ উইকেটের কীর্তি নিয়ে  ইতিমধ্যে চমক দেখিয়েছেন রাজশাহী কিংসের ১৭ বছর বয়সী ক্রিকেটার আফিফ। বিশ্বজুড়ে ঘরোয়া টি-টোয়েন্টি ক্যারিয়ারে রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামির রয়েছে  ১৫১ উইকেট ও ২৮০১ রান। ২০২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে কিউই পেস-অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের শিকার ৯৭ উইকেট ও ব্যাট হাতে সংগ্রহ ৩৯৬০ রান। রাজশাহী কিংসের ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেলের রয়েছে ৩২৫৮ রান ও বল হাতে শিকার ১৪৭ উইকেট। আসরে গ্রুপপর্বের দুই সাক্ষাতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রাজশাহী কিংসের। দুইবারই ম্যাচ সেরার পুরস্কার কুড়ান সামি প্যাটেল।
রাজশাহী শক্তি দেখাচ্ছে অপর দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজার ব্যাটে-বলেও। আসরের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুরের বিপক্ষে হারতে হারতে শেষে জয় দেখে তারা ইনিংসের লেজের দিকে এ দুই তারকার ব্যাটিং নৈপুণ্যে। গ্রপপর্বের ৩১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ে ৪৩ রানে ৭ উইকেট খোয়ায় রাজশাহী। তবে অষ্টম উইকেটে  অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন মিরাজ-ফরহাদ। শেষে রংপুরের বিপক্ষে ৪৯ রানে জয় কুড়ায় রাজশাহী। ওই ম্যাচে বল হাতেও দুই উইকেট নেন অফস্পিন তারকা মিরাজ। টপঅর্ডারে ঢাকা ডায়নামাইটসের ব্যাটিং সামর্থ্যটা স্পষ্ট। আসরের অন্যতম সফল ব্যাটসম্যান ঢাকার ওপেনার মেহেদী মারুফের সংগ্রহ ষষ্ঠ সর্বাধিক ৩৩৯ রান। তবে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচের পর মারুফের ব্যাটে একবারও ফিফটি দেখা দেখা যায়নি। লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার সংগ্রহ ৩৩৪। আসরে মাত্র দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ঢাকার ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। আর নিজের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে লুইসের হাতে। রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে ৩৪ বলে ৭৫ রান করেন এভিন। এতে এভিন হাঁকান তিন বাউন্ডারি ও ৮টি ছক্কা। ব্যাট হাতে ফর্ম দেখাচ্ছেন রাজশাহী কিংস ওপেনার মুমিনুল হকও। আসরে মুুমিনুলের সংগ্রহ ৩০৪ রান।
পিচ ও কন্ডিশন
মিরপুরের পিচে আসরজুড়ে স্বস্তিতে দেখা যায়নি ব্যাটসম্যানদের। এখানে স্লো পিচে সন্ধ্যার ম্যাচের প্রথম ইনিংসে দলীয় রানের গড় ১৩৫। আসরে চট্টগ্রামে জহুর আহমেদ মাঠের পিচে গড়টা ১৬১। মিরপুরে দিনের প্রথম ম্যাচে অবশ্য চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। এখানে দিবালোকের ম্যাচে প্রথম ইনিংসে দলীয় রানের গড় ১৫৪। এতে সন্ধ্যার ম্যাচে শিশিরের ভোগান্তি পোহাতে হয় দ্বিতীয় ইনিংসের বোলং সাইডকে। মিরপুর মাঠে এবার সন্ধ্যার ১৯ ম্যাচে আগে ব্যাটিং নিয়ে জয়ের ঘটনা রয়েছে মাত্র ৭বার। আসরে ১৩ ম্যাচের ৯টিতে জয় নিয়ে এবারের ফাইনালে খেলছে ঢাকা ডায়নামাইটস। দলের জয় পাওয়া ম্যাচে ব্যাটসম্যান মেহেদী মারুফের স্ট্রাইক গড় ১৪৫.১৯। টানা তিন জয় নিয়ে ফাইনালে পা রেখেছে রাজশাহী কিংস। আর দলের জয় পাওয়া ম্যাচে স্যামির স্ট্রাইক গড় ১৯৪.৭৯। রাজশাহীর জয়ে বল হাতে চমকটা কেসরিক উইলিয়ামসের। দলের জয় পাওয়া ম্যাচে বল হাতে ক্যারিবীয় এ পেসার  ওভার প্রতি দিয়েছেন মাত্র ৩.৩ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *