সৈয়দপুরে আবারো গড়ে উঠছে অবৈধ স্থাপনা

Slider রংপুর

7c213df3b1d94cee4d252cad69375ef2-nilphamari

 

শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে উচ্ছেদের কিছু দিনের মধ্যে আবার রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর বেশির ভাগ গুলোই রয়েছে সৈয়দপুর রেললাইনের আশেপাশের রাস্তাগুলোতে।

জানা যায়, সৈয়দপুর থেকে ঢাকা, রাজশাহী ও খুলনায় মোট আটটি ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী, রেলপথ বিপজ্জনক ও সংরক্ষিত এলাকা। রেললাইনের উভয় পাশের ২০ ফুট জায়গায় ১৪৪ ধারা জারি থাকে। সৈয়দপুর শহরের ডাকঘর মোড়ের ২ নম্বর রেলঘুমটি থেকে দক্ষিণ বানিয়াপাড়া পর্যন্ত রেললাইনের দুই পাশে পুরোনো কাপড়ের অনেক দোকানসহ কাঁচা-পাকা অবৈধ স্থাপনা রয়েছে। ক্রেতারা রেললাইন ব্যবহার করে এসব দোকানে এসে কেনাকাটা করছেন। এ ছাড়া রেললাইনের ওপর বসেই কিছু ফেরিওয়ালা পণ্য বিক্রি করেন। রেললাইনের ওপর মানুষের ভিড় লেগেই থাকে। এ কারণে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমানের নেতৃত্বে ২ নভেম্বর ওই ২ কিলোমিটার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আবার এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, চলতি বছর এ এলাকায় ট্রেনে কাটা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, আবার গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নিতে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগকে চিঠি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *