ঢাকা; দুইবার যাদের কাছে হেরেছে সেই খুলনা টাইটান্সকে হারিয়েই ফাইনালে পা রাখলো ঢাকা ডায়নামাইটস। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় খুলনাকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করা ঢাকা। খুলনার আশা অবশ্য শেষ হয়ে যায়নি।
বুধবার তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংসের মোকাবিলা করবে। ওই খেলায় জয়ী দল শুক্রবার ঢাকার বিপক্ষে নামবে শিরোপা লড়াইয়ে। বোলিংয়ে আশা জাগালেও ব্যাটিংয়ে হতাশাই ছড়ালো খুলনার ব্যাটসম্যানরা। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় তারা। শুরু থেকেই বিপর্যয়ে পড়ে খুলনা। ১০ ওভারে মাত্র ৫৫ রান তোলে তারা। আর এরই মধ্যে হারিয়ে ফেলে ৫ উইকেট। খেলার অবস্থা তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায়। বলে ২ উইকেট নেয়া আন্দ্রে ফ্লেচার ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ২৮ রান করেন। ান্যদের মধ্যে কেবল আরিফুল দুই অঙ্কের রান করতে সক্ষম হন। অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ৫ রান। ব্যাটিংয়ে তান্ডব দেখানো আন্দ্রে রাসেল তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ৪ ওভারে তিনি মাত্র ১৬ রান দেন।
একেএস বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরের ফাইনালে ওঠার লড়াই প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠান খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ফর্মের তুঙ্গে থাকা এই ম্যাচে সংগ্রহ করে ৮ উইকেটে ১৪০ রান। খুলনার পাকিস্তানী পেসার জুনাইদ খানের বোলিং তোপে ৬৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। একে একে ফেরেন মেহেদি মারুফ (৭), কুমার সাঙ্গাকারা (৯), লুইস (১১), নাসির হোসেন (১৩) ও সাকিব (১৮)। তবে সপ্তম উইকেটে আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো ঢাকাকে পথ দেখান। তারা যোগ করেন ৪৯ রান। রাসেল ব্যাটে ঝড় তুলে ২৫ বলে ৪৬ রানে ফেরেন। আর ব্রাভো ২২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। খুলনার জুনাইদ খান ৪ ওভারে ২৪ নেন ৪ উইকেট। এনিয়ে আসরে তার উইকেটসংখ্যা হলো সবচেয়ে ২০।