সাদিয়া আফরিনের যাত্রীর রাত্রী ছবির মহরত অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ বিনোদন ও মিডিয়া

10735684_1497835020496136_236270011_n
গ্রাম বাংলা ডেস্ক: মৌসুমীর সঙ্গে প্রথমবার অভিনয় করেছিলাম একটি টেলিছবিতে। সেটা ছয় বছর আগের কথা। ‘লাভবার্ড’ নামের টেলিছবিটি লিখেছিলেন মৌসুমী। পরিচালনায় করেন ওমর সানী। এবার তার সঙ্গে বড়পর্দায় কাজ করার সুযোগ হচ্ছে। এজন্য আমি বেশ আনন্দিত’- বলছিলেন আনিসুর রহমান মিলন।

10735894_1497834807162824_1367378428_n

বিএফডিসির ভিআইপি মিলনায়তনে ২০ অক্টোবর সন্ধ্যায় ‘রাত্রির যাত্রী’ নামের একটি ছবির মহরত অনুষ্ঠানে ছিলেন মিলন। এখানে মৌসুমী বলেন, ‘গল্পটা শুনে আমি মুগ্ধ হয়েছি। আশা করছি, ভালো কিছু হবে।’

ছবিটিতে মৌসুমী-মিলন ছাড়াও থাকছেন সালাহউদ্দিন লাভলু ও এটিএম শামসুজ্জামান ও সাদিয়া আফরিন। অনুষ্ঠানে ছিলেন তথ্যসচিব মরতুজা আহমেদ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নির্মাতা সোহানুর রহমান সোহান, ওমর সানীসহ আরও অনেকে

123

‘রাত্রির যাত্রী’ মূলত এক রাতের গল্প। কমলাপুর রেলওয়ে স্টেশনে একজনের টানে আসে একজন নারী। কিন্তু মেয়েটির অপেক্ষা আর শেষ হয় না। ক্রমেই নানা জটিলতার মধ্যে পড়ে যায় সে। এতে তুলে ধরা হবে একজন নারীর স্বপ্নযাত্রা এবং স্বপ্নপূরণের আক‍াঙ্ক্ষার কথা। সব ঠিক থাকলে আগামী মাসেই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান এর পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। তার মেয়ে অভিনেত্রী ভাবনা এসেছিলেন তাকে শুভেচ্ছা জানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *