মাধুরীর দেহরক্ষী মোশাররফ করিম

Slider বিনোদন ও মিডিয়া

42775_mosharrof

 

ঢাকা; বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের দেহরক্ষীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম। ঠিক এমনটাই হতে চলেছে, তবে সেটা নাটকে নয়, সিনেমায়। বলিউডের এই অভিনেত্রীর দেহরক্ষী চরিত্রে অভিনয়ের ব্যাপারে এরই মধ্যে কথা পাকাপাকি হয়েছে মোশাররফ করিমের।
কলকাতার পরিচালক আশিস কুমার রায় পরিচালিত ‘সিতারা’ সিনেমায় ঘটবে এই ঘটনা। সাহিত্যিক আবুল বাশারের গল্প থেকে নির্মিত হবে সিনেমাটি। বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে মূলত এ ছবির কাহিনী। ‘সিতারা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। সিনেমার গল্প পড়ে মাধুরী দীক্ষিতের এতই ভালো লেগেছে যে, তিনি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন। এখানে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা কৌশিক সেন। আগামী জানুয়ারি মাসে তিস্তার পাড়ে সীমান্ত এলাকায় ‘সিতারা’র শুটিং শুরু হবে। পরিচালক আশিস কুমার রায় এরই মধ্যেই সব চরিত্রের কাস্টিং নিশ্চিত করেছেন। বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে একজন দাপুটে অভিনেতায় পরিণত করেছেন মোশাররফ করিম। এবার দেখার বিষয় মাধুরী দীক্ষিতের ‘দেহরক্ষী’র ভূমিকায় কী কারিশমা দেখান এ অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *