নদী পরিব্রাজক দলে বরিশাল জেলার কমিটি; জাকির সভাপতি ও দীপক সাধারণ সম্পাদক

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা
 15300735_1823148934611066_779944888_n
বরিশাল ব্যুরো;  তরুণরাই দেশের শক্তি,দেশের সম্পদ। আর দেশের ১১ কোটি তরুণকে নদী সুরক্ষায় সম্পৃক্ত করাই আমাদের অভিপ্রায়। আর সেই ধারাবাহিকতায় এবার গঠিত হল বরিশাল শাখা।
কেন্দ্রীয় নির্বাহী কমিটিরি অনুমতিক্রমে বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে জহির উদ্দিন মো: বাবর ও প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে সভাপতি এবং দীপক দাশকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে মো: নাসির উদ্দিন খান, মো: শফিকুল আলম, মো: রাসেদুল হাসান, মোর্শেদা শ্রাবণী, মো: মাসুম, মি: বিধান চন্দ্র পাইক, মো: এনায়েত হোসেন, মো: সালাউদ্দিন, মো: রিয়াদ, মো: বশির শিকদার, মো: হেলাল উদ্দিন, মো: আল আমিন, ফাহিম ইব্রাহিম, শবনম মুস্তারী, মো: নাহিদ হাসান, মো: নূরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য,নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, যারা নদী ভ্রমণ করে, সরেজমিন নদী পরিদর্শন করে, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ করে, নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে, নদী পাড়ের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে। সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুণ সমাজ নদী বিষয়ে সচেতন হলে নদী সুরক্ষার কাজটি অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে। সরেজমিন নদী বিষয়ে তথ্য সংগ্রহ করা,নদী মরে যাওয়া,নদী দূষিত হওয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করাও এ নেটওয়ার্কের অন্যতম একটি কাজ। নিরীহ, অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণীর সেবা ও বিরুপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী পরিব্রাজক দল বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *