বিশ্ব বিবেক ———–রফিকুল ইসলাম মামুন।

সাহিত্য ও সাংস্কৃতি
♣♥ বিশ্ব বিবেক ♥♣♥
———–রফিকুল ইসলাম মামুন

বিশ্ব বিবেক বড়ই আজব
আজব তাদের স্বরণ ম্মৃতি,
কারো বেলায় ঝাঁপিয়ে পড়ে
কারো বেলায় চুপ থাকার নীতি।

হিন্দু খৃষ্টান বৌদ্ধ নয় নয়তো মুসলমান,
সবার উপর মানুষ সত্য অমূল্য তার প্রাণ।
♥
নাফ নদীতে রক্ত জলে বয়ে যাচ্ছে বন্যা,
মুসলিম হলে রক্ষা নেই পুরুষ নারী কন্যা।

বার্মা তার বর্বরতা চালিয়ে যাচ্ছে-
অনেক বছর ধরে,
আরাকানে মুসলিম হলে
থাকতে দেয়না ঘরে।

বাংলাদেশের উপর বারে বারে
আসে রেহিঙ্গা শরনার্থীর চাপ,
বর্মা স্বৈরাচার জান্তা বারে বারে
পেয়ে যায় মাপ।

গাছের সাথে ঝুলিয়ে মারে,
দুধের শিশুকে নাহি ছাড়ে,
বর্বরতার শেষ কোথায় কেউ জানেনা,
নির্বিচারে মানুষ হত্যা বিবেক মানেনা।

ভূলুণ্ঠিত মানবতা এই কোন নিষ্ঠুরতা
বিশ্ব বিবেক ঘুম ভেঙ্গে কওনা একটু কথা।

মুসলিমের আত্মনাদে
কাঁপছে দেখো জমিন,
খোদা তুমি ফিরে চাও
কষ্টে তোমার মোমিন।
আল্লা তুমি চেয়ে দেখো অসহায়
মুসলমানের উপর জান্তা করেছে ভর,
তুমি তাদের রক্ষা করো জানমাল-
রক্ষা করো ঘর।
_____________________________________
-রফিকুল ইসলাম মামুন।
২০ নভেম্বর ২০১৬ খৃষ্টাব্দ।
ঢাকা।

15226367_1820328304893129_1504477085_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *