সিলেটে পিএসসি পরীক্ষাযুদ্ধে আড়াই লাখ শিক্ষার্থী

Slider শিক্ষা

img_20161120_123806

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা আজ ২০/১১/২০১৬ রবিবার থেকে শুরু হয়েছে।

ঘোষিত সূচী অনুযায়ী প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থীর ইংরেজী পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়েছে।

এ পরীক্ষায় সিলেট বিভাগ থেকে ২ লাখ ৪৭ হাজার ৩৩১ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এবার পরীক্ষার্থীদের সংখ্যা গত বছরের চেয়ে ৭ হাজার ৭৩৯ জন কম। গত বছর বিভাগের চার জেলা থেকে ২ লাখ ৫৫ হাজার ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।তবে পরীক্ষার্থী কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী- বিভাগের চার জেলার ৩৮টি উপজেলায় ৬১৮ টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা বেগম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *