সংশয় –
—–আবদুস শাহেদ শাহীন
—– সখি, তোরা
যবে চাস আবার আমি সেই পাষাণেরে ডাকি,
না হয় ডাকিবো,
পা ধরে সাধিবো অশ্রু লুকায়ে রাখি।
সখি, ডাকিলে তারে যদি আসে
ফিরে যদি দেয় ঠাই এই অভাগীরে তবে,
ডাকিবো তোদের কথায়, জানি তার মান,
সে কতো পাষাণ আবার কাঁদাবে ব্যথায়।
আমারে রাখি বিভোর ঘুমে
চলে গেলো সে অধর চুমে,
সেই পাষানের প্রণয় নেশা
টুটিলো আঁধার রাতে,
আমি কাঁদি হেথা বুকে নিয়ে
ব্যথা নিশি যায় অশ্রুপাতে।
সখি আমি আজও নিন্দা কুড়াই,
তবু, সে প্রণয় স্মরি এ প্রাণ জুড়াই,
সে-ই পাষাণেরে পূজিতে আজি
তোদের এতো অনুনয়,
নিয়েছি মেনে,
ভাবি ক্ষণেক্ষণে তবু মনে কতো সংশয়!
———————————— ১৯/১১/২০১৬