পরিছন্নতার অংশ হিসেবে সৈয়দপুর পৌরসভারর পলিব্যাগ বিতরণ

Slider গ্রাম বাংলা
936553_567955676559820_304619243_n
শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর এ শহরকে পরিছন্ন রাখতে পলিব্যাগ বিতরণ শুরু করেছে সৈয়দপুর পৌরসভা। “এ শহর আমাদের, আসুন আমরা সর্বদা পরিষ্কার রাখি” স্লোগানকে সামনে রেখে সৈয়দপুর পৌরসভার ময়লা-আবর্জনা রাখার জন্য পলিব্যাগ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের রসুলপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। প্রথম দিনে এলাকার ১০০ পরিবারকে পলিব্যাগ বিতরণ করা হয়। এগুলো বার বার ব্যবহারযোগ্য। এসব ব্যাগে বাড়ির ময়লা-আবর্জনা সংরক্ষণ করে তা নিয়মিত পৌরসভার সংশ্লিষ্ট কর্মীদের কাছে দেওয়ার অনুরোধ জানান পৌর মেয়র। বিতরণ অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকতার শাহিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. খালেক সাবু প্রমুখ ‍উপস্থিত ছিলেন। পৌরসভার এই উদ্যাগকে সাধুবাদ জানিয়েছে সৈয়দপুরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *