রিমির “নির্ঘুম রাতের সঙ্গী’ ও “অযাচিত”

Slider সাহিত্য ও সাংস্কৃতি
15057854_191165708010374_678334948_n
“নির্ঘুম রাতের সঙ্গী’
—-খায়রুননেসা রিমি।
নির্ঘুম রাতে লিখতে লিখতে যখন
ক্লান্ত হয়ে পড়ি,
তোমার ইনবক্সের সবুজ বাতি
আমায়, এক কাপ কফির মতো
প্রশান্তি এনে দেয়।
আমি চাঙ্গা হয়ে উঠি।
তোমার একটু পাশে থাকা,
একটু পাহাড়া দেয়া
অনেকটা আমার মায়ের মতো,
কৈশোরে মাও ঠিক এমনি করেই
আমায় আগলে রাখতেন।
পরীক্ষা চলাকালীন দিনগুলোতে
চায়ের ফ্লাক্স হাতে বসে থাকতেন
মা।
ঝিমুনি এলেই গল্প বলে,
ঘুমপোকাকে তাড়িয়ে দিতেন।
তোমার সবুজ বাতিটা আমার
ভীষণ প্রিয়,
অনেকটা আমার মায়ের মতো।
তোমার সবুজ বাতি
আমার নির্ঘুম রাতের সঙ্গী,
আমার লেখার অনুপ্রেরণা।
“অযাচিত”
———-খায়রুননেসা রিমি
সকালটা তোমায় দেবো বলেই
এসেছিলাম।
এসে দেখি অনেক আগেই
সে সকালে ভাগ বসিয়েছে অন্য
কেউ।
যেখানে আমি ভীষণ
বেমানান, অনেকটা অযাচিত।
তাই আমি চলেই গেলাম,কাউকে
কিচ্ছু না বলে।
নীরবে, নিঃশব্দে।
অনেকটা চোরের মতো।
তুমি তার কিছুই টের পেলেনা
শুভংকর।
কষ্টরা বিদ্রোহী হয়ে ওঠার আগেই
তুমি পালাও শুভংকর।
তোমার দ্বিমুখী আচরণ বড়ই
অসহনীয়।
তুমি বরং ভালোই থেকো,
তোমার দ্বিমুখী মনোভাব নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *