নীলফামারীতে জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ

Slider গ্রাম বাংলা
10917893_1586310234843177_2785436532876773338_n
শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙে দিয়েছে জলঢাকা থানা পুলিশ। উপজেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকা গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি ভাবনচুর তিস্তার বালুচরে বিনা অনুমতিতে স্থানীয় বেশ কয়েকজন জারি-সারি গানের আয়োজন করে। কিন্তু গ্রাম্য পালা গানের আড়ালে তারা জমজমাট জুয়া ও নারীদের দিয়ে অশ্লীল নৃত্য প্রদর্শন করে আসছিল। পরে থানা পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্যান্ডেল গুলো ভেঙে জ্বালিয়ে দেয় এবং কিছু সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কোন অবস্থাতেই মাদক-জুয়ার সাথে আপোষ করা হবে না। যারা আইনবিরোধী কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জলঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অপরাধমুক্ত জলঢাকা গড়তে স্থানীয় সকলের সহযোগীতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *