সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Slider টপ নিউজ

40330_bsf

 

সাতক্ষীরা; সাতক্ষীরা সীমান্তে বিএসএসএফের গুলিতে মোসলেম আলী (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ভোরে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে। নিহত মোসলেম সাতক্ষীরা সদরের পাচরকী গ্রামের জোহর আলীর ছেলে। নিহত মোসলেমের শ্বশুড় বাবর আলী তার জামাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় মোসলেমসহ তিনজন কুশখালী সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। আজ ভোরে সীমান্তের বিপরীতে আমুদিয়া এলাকায় পৌঁছলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মোসলেমের মৃত্যু হয়। এসময় মোসলেমের সঙ্গে থাকা তার ভাই ইমদাদুল হককে আটক করে বিএসএফ। একটি সূত্র জানায়, আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত মোসলেমের লাশ ঘটনাস্থলে পড়ে ছিল। পরে ভারতের স্বরুপনগর থানার পুলিশ লাশ নিয়ে যায়। ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আরমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা সে বিষয়টি নিশ্চিত নন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *