রংপুরে বাসে পেট্রোল বোমা হামলার ২ আসামি গ্রেপ্তার

Slider রংপুর

17982_greptar

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রোল বোমা মেরে ছয় যাত্রী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, সোমবার ভোরে দুর্গাপুর ইউনিয়নের চিকলি দক্ষিণপাড়ার বাড়ি থেকে আব্দুস সালাম (৪২) এবং পায়রাবন্ধ ইউনিয়নের জাফরপুর গ্রামের বাড়ি থেকে রেজাউল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এরা দুজনই উপজেলা জামায়াতের সদস্য।
ওসি আরও জানান, সালাম ও রেজাউল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের ফিরে আসার গোপন খবরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৫ সালে ১৩ জানুয়ারি মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে খলিল স্পেশাল বাসে পেট্রোল বোমা ছোড়া হলে এক শিশুসহ ছয় জন নিহত হয়। দগ্ধ হয় আরও ৩০ জন। এ ঘটনায় মিঠাপুকুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর নামে মামলা করেন।
বাসে পেট্রোলবোমা হামলা ছাড়াও দশম সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের উপর হামলার অভিযোগে সালাম ও রেজাউলের বিরুদ্ধে ছয়টি করে মামলার রয়েছে বলে জানান ওসি।

দুপুরে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *