‘বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না ট্রাম্প, অভিশংসিত হয়ে ক্ষমতা হারাবেন’

জাতীয়

40000_alane-litchman

 

ঢাকা; বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। তাকে অভিশংসিত হতে হবে। আর এর মধ্য দিয়ে ক্ষমতা হারাবেন তিনি। এমন ভবিষ্যতবাণী করেছেন সেই অ্যালান লিচটম্যান। তিনিই নির্বাচনের আগে ভবিষ্যতবাণী করেছিলেন যে, ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার সেই ভবিষ্যতবাণী সত্যি হয়েছে। কিন্তু এখন আবার নতুন করে ভবিষ্যতবাণী দিয়েছেন। তাতেই ট্রাম্প অভিশংসিত হয়ে ক্ষমতা হারাবেন বলে বলছেন তিনি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। যুক্তরাষ্ট্রে ৮ই নভেম্বরের নির্বাচনের আগে সব মিডিয়া যখন হিলারি ক্লিনটন বিজয়ী হবেন বলে পূর্বাভাষ দিচ্ছিল তখন ঐতিহাসিক এই ভবিষ্যত দর্শী সেই ¯্রােতের বিপরীতে অবস্থান নিয়েছিলেন। বলেছিলেন, হিলারি নন। প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে অবস্থানকারী এই ভবিষ্যত বক্তা নির্বাচনের আগেই বলেছিলেন, যদি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে রিপাবলিকান কংগ্রেসই তাকে ইমপিচ (অভিশংসিত) করবে। রিপাবলিকান কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে মাইক পেন্সকেই বেশি পছন্দ করবে। তিনি আরও বলেছেন, আমি আরও একটি পূর্বাভাষ দিচ্ছি। এটা আমার সিস্টেমের আওতায় নয়। এটা আমার মনের কথা। তারা (রিপাবলিকান) ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। কারণ, তার নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *