হাবিপ্রবি’র অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮-২১ ডিসেম্বর

Slider রংপুর

hstu-gate

রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ২০১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর মধ্যে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে করতে হবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।

আগামী ১২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত  ভর্তিচ্ছুরা আবেদন  করতে পারবে।

এবার ৮ টি অনুষদের অধীনে ২০ টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০ টি আসন সংরক্ষিত থাকবে।

এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *