চুরি-ডাকাতিতে অতিষ্ট শ্রীমঙ্গলবাসী; বন্ধ না হলে কঠোর কর্মসুচি

Slider সিলেট

img_20161102_143214

সিলেট জেলা প্রতিনিধি :: সিলেটের শ্রীমঙ্গলে অব্যাহত চুরি- ডাকাতির প্রতিবাদে সকল পেশাজীবী মানুষের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলী এলাকাতে একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বাসা-বাড়ি থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান চুরি ডাকাতি ধারাবাহিকভাবেই চলছে। দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বক্তব্যের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রীমঙ্গলে গত ৬ মাসে প্রায় অর্ধ্ব শতাধিক বাসাবাড়িতে চুরি ও ডাকাতি হয়েছে । চুরি ও ডাকাতির ঘটনায় যারা জড়িত তাদের আইনে আওতায় আনতে হবে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে সংশ্রিষ্ট প্রশাসনর বিরুদ্ধে কঠোর আনন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *