প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : ঝালকাঠিতে শনিবার বিকেলে স্টেপস মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ ঝালকাঠি ‘র কমিটি গঠিত হয়েছে।সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমুকে সভাপতি এবং স্টেপস টুয়ার্ডস ডেভলপমেন্টের ফিল্ড কো-অর্ডিনেটর মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে।
স্টেপস মিলনায়তনে শনিবার বিকালে অনুষ্ঠিত জেলা বার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। সভায় খাদ্য অধিকার আইন প্রণয়ন এবং সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তার দাবি জানানো হয়। বিদায়ী জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু এতে সভাপতিত্ব করেন।কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি : ইসরাত জাহান সোনালী (সাধারণ সম্পাদক, ধানসিঁড়ি সমবায় সমিতি) ও ডালিয়া নাসরীণ (সভানেত্রী, আঙ্গিনা সমাজ উন্নয়ন সংস্থা)। যুগ্ম-সাধারণ সম্পাদক : ফাতিমা জাহান রুনু (নির্বাহী পরিচালক, বন্ধন কল্যাণ সংস্থা) ও সৈয়দ হোসাইন আহমেদ কামাল (নির্বাহী পরিচালক, চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন-সাইডো)। অর্থ সম্পাদক : মোঃ মাসউদুল আলম (নির্বাহী পরিচালক, বহুমুখী জনকল্যাণ সংস্থা-বিজেএস)। সাংগঠনিক সম্পাদক : এইচএম বাদল (নির্বাহী পরিচালক, ভিলেজ ডেভলপমেন্ট সেন্টার-ভিডিসি)। প্রচার সম্পাদক : মোঃ খলিলুর রহমান মৃধা (নির্বাহী পরিচালক, নলছিটি মডেল সোসাইটি-এনএমএস) এবং সদস্য : ইলিয়াস সিকদার ফরহাদ (নির্বাহী পরিচালক, ডেভলপমেন্ট অফ ইকোনোমিক্যাল এন্ড সোশ্যাল সেন্টার-ডিসক); দীপু লাল দাস (নির্বাহী পরিচালক, ওয়ার্ক ফাউন্ডেশন); হাসান আলম সুমন (পরিচালক, দুস্থ কল্যাণ সংস্থা-দুকস); নাসিমা কামাল (সভানেত্রী, আবুল হাসেম সঙ্গীত একাডেমি); নাজমুন নাহার (সভানেত্রী, চাঁদকাঠি মহিলা কল্যাণ সমিতি) ও সৈয়দ আল আমিন (নির্বাহী পরিচালক, প্রবাহ প্রতিবন্ধী সংস্থা)।