শ্রীপুরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গ্রাম বাংলা জাতীয় সারাবিশ্ব

IMG_0057
শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে উম্মুক্ত আলোচনাসভা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উদ্যাপন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফুল ইসলামসহ শ্রীপুরের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ এবং স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

উল্লেখ্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ গাজীপুর প্রোগ্রাম ইউনিট আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ-রচনা প্রতিযোগিতা, র‌্যালী, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন। জনসাধারনের মধ্যে দুর্যোগ প্রশমন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুর্যোগ সহনশীল নিরাপদ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচীর মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *