সিলেটে জোরপূর্বক জমি দখলের সময় গ্রামবাসীর কর্তৃক ৭টি মোটরবাইকসহ চারজন আটক

Slider ফুলজান বিবির বাংলা সিলেট

hancup-bg20150323101131-1

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট নগরীর জালালাবাদের লামারগাঁওয়ে ভূমি দখল করতে গিয়ে জনতার হাতে ৩ ছাত্রদল কর্মীসহ ৪জন আটক। সাহসী জনতা আটক সন্ত্রাসীদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এসময় অন্য সন্ত্রাসীরা ৭টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

শুক্রবার বিকেলে লামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, কান্দিগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে কছির মিয়া (৫২), কুমারগাঁও গ্রামের আব্দুল মনাফের ছেলে ছাত্রদলকর্মী বাদশা মিয়া (২৭), নেত্রকোনা নিবাসী, বর্তমানে মাহমুদাবাদ কলোনীর বাসিন্দা ইমাদ উদ্দিনের পুত্র মোশাররফ (২০) ও আখালিয়া । অন্য দুজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামারগাঁও গ্রামের বাসিন্দা মাওলানা ইব্রাহিম আলী বিগত ৫০ বছর যাবৎ তাঁর দখলীয় ৪৭ ডিসিমিল ভূমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি এই ভূমিতে ফরাইজ স্বত্ব দাবি করেন কান্দিগাঁও গ্রামের আব্দুল আলীর পুত্র কছির মিয়া। তিনি ১৫ দিন পূর্বে লামারগাঁও পঞ্চায়েত কমিটির কাছে ফরাইজ সত্বের দাবি জানিয়ে নালিশ করেন। পঞ্চায়েত কমিটি উভয় পক্ষকে ২ মাসের মধ্যে স্ব স্ব দলিলাদি নিয়ে হাজির হতে বলে। এর মধ্যে শুক্রবার বিকেলে কছির আলী ১০/১৫টি মোটরসাইকেলে ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে ভূমি দখলে লামারগাঁওয়ে যান। জোরপূর্বক ভূমি দখল করার সময় স্থানীয় গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া দেন। এসময় ৭টি মোটর সাইকেল রেখে সন্ত্রাসীরা বাকি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কছির আলীসহ ৪ জনকে আটক করেন গ্রামবাসী। খবর পেয়ে জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা ৭টি মোটরসাইকেলসহ আটককৃত ৪ জনকে পুলিশের হাতে সোপর্দ করেন। এদের মধ্যে ৩ জন ছাত্রদলের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে পালিয়ে যাওয়া জাবেদ, বাবলুর নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি।
সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল হলো, সিলেট-হ ১১-১৫৯৩, সিলেট-হ ১২-৪৬০৯, সিলেট-হ ১২-০২২৫, সিলেট-এ ৯৭৫৮, সিলেট-হ ১২-১০৪০, সিলেট-হ ১৪-২৬১৩। অন্যটি প্রেস লেখা অনটেস্ট মোটরসাইকেল। জালালাবাদ থানার এসআই আরিফ ইসলাম জানান, ৭টি মোটরসাইকেলসহ ৪ জনকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *