‘র‌্যাব-পুলিশের বিতর্ক কাইয়্যুমকে ফাঁসানোর প্রমাণ’

Slider টপ নিউজ

37616_ruhul

 

ঢাকা; ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ড নিয়ে র‌্যাব ও পুলিশের পাল্টাপাল্টি বক্তব্য এই মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আজকে র‌্যাবের ডিজি বলছেন, তাভেল্লা হত্যার সাথে নিউ জেএমবির নেতারা জড়িত। আর তারপরেই সংবাদ সম্মেলন করে ডিবির জয়েন্ট কমিশনার বলছেন, না আমরা তদন্ত করে দেখেছি, এটা সঙ্গে কাইয়ুম সাহেব ও তার ভাইরা জড়িত। আজকে এরাই তাদের বির্তক তৈরি করেছে। এই যে প্রকাশ হয়ে পড়লো, ফাঁস হয়ে গেলো যে, এটা একটা ষড়যন্ত্র। তাভেল্লা হত্যাকা-ে বিএনপি নেতা কাইয়ুম-মতিনকে জড়িত করা- এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। আজকে তাদের বির্তকের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল।
বিএনপির এই নেতা আরও বলেন, এটা এখন সুস্পষ্ট- এই যে তাভেল্লা হত্যা মামলার চার্জশিট টাইপ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অথবা সুধাসদন ভবনে, অন্য কোথাও নয়। অর্থাৎ সরকার যা বলেছেন, সেইভাবেই চার্জসিট সাজানো হয়েছে। তাদের মনের মাধুরী মিশিয়ে এই কাজটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বিএনপির নেতাদের এই ঘটনার সাথে জড়িত করার জন্য। ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা খালেদা ইয়াসমীন ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *