সংবর্ধনা পেলো রাতুল

Slider গ্রাম বাংলা জাতীয় ঢাকা

10728666_10204175200073606_1230092064_n
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: বিশিষ্ঠ পরিবেশবিদ ও নদী গবেষক মনোয়ার হোসেন রনির একমাত্র সন্তান মাশরুর আরেফিন রাতুল সংবর্ধনা পেয়েছে।
সে ২০১২ সালে নবারুন বিদ্যাপিঠ থেকে প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ অর্জন করে। তার মাতার নাম নাহিদ সুলতানা রানু। বর্তমানে সে জয়দেবপুর রানী বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

মনোয়ার হোসেন রনি তুরাগ বাঁচাও আন্দোলনের কেন্দ্রিয় কমিটির আহবায়ক ও চেতনা গাজীপুরের সাধারণ সম্পাদক। তার সহধর্মীনি নাহিদ সুলতানা রানু একজন গৃহীনি ও গ্রাম বাংলা নিউজ২৪.কম এর বাংলার নারী বিভাগের তালিকভূক্ত লেখিকা।

শনিবার গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে প্রাথমিক, জুনিয়র ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন  প্রায় ৫ হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় মোঃ সাহাবুদ্দিন সরকার ও রাবেয়া সরকার কল্যান ট্রাস্ট(টঙ্গী-গাজীপুর)  নামে একটি সংস্থা। এদের মধ্যে রাতুল সংবর্ধিত হয়।

ভবিষৎ মাশরুর আরেফিন রাতুল একজন ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *