গণতান্ত্রিক পরিবেশ না থাকায় বিএনপি আ’লীগের সম্মেলনে যায়নি

Slider রাজনীতি

37034_kair

 

ঢাকা; বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন সরকার নেতাকর্মীদের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। এমনকি দুই দিন আগেও বিএনপি চেয়ারপারসনকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে। এসব কারণে আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেয়নি তাদের দল। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। তারা আমাদের ১৯ মার্চের কাউন্সিলকে কেন্দ্র করে যে আচরণ করেছে সরকার, যেভাবে সারা দেশে নেতাকর্মীদের ওপর উৎপীড়ন-নির্যাতন চালাচ্ছে। এরপরও একজন ভদ্রলোক কি করে তাদের কাউন্সিল গিয়ে বক্তব্য রাখবেন। তার যদি তার ন্যূনতম মেরুদ- থেকে থাকে। এসব কারণে আওয়ামী লীগের কাউন্সিলে না যাওয়াটা সঠিক। তিনি বলেন, আমরা একটা আত্মমর্যাদশীল রাজনৈতিক দল, আমরা গণতন্ত্রের প্রতি নিবেদিত। আজকে যদি ন্যূতম গণতান্ত্রিক পরিবেশ থাকতো, নিশ্চয়ই বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগের কাউন্সিলে যেতেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম খান আলিম ও সাইফুল ইসলাম পটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *