সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রুপান্তরের প্রক্রিয়া চলছে

Slider গ্রাম বাংলা
21526_953770134660861_8512336918400605481_n
 
শাহরিয়ার সাদিক,নীলফামারী প্রতিনিধিঃ  সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।
সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অপরদিকে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার দাবি জানিয়েছেন সৈয়দপুরসহ আশেপাশের অন্য জেলার শিল্প মালিক ও ব্যবসায়ীরা। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানের করা হলে এ অঞ্চলের শিল্প-বাণিজ্যে প্রসার ঘটবে এমনটা মনে করেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা। তারা বলেন, এটা খুব ভালো একটা উদ্যোগ। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হলে শিল্পখাতে ব্যাপক উন্নতি হবে বলে মনে করছেন। উত্তরবঙ্গের অধিবাসী হিসেবে স্বাগত জানিয়েছেন তারা। এছাড়া ভুটান ইন্ডিয়া বাংলাদেশের এয়ার ট্রানজিট হিসেবে সৈয়দপুরকে ব্যবহার করা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন। বৈদেশিক বাণিজ্যে যদি বিমান ব্যবহারের প্রয়োজন হয় তবে সৈয়দপুরে আন্তর্জাতিক বিমান বন্দরের বিকল্প নেই বলে জানান তারা। তবে স্থানীয় সংসদ সদস্য জানালেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক নয়, আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। আঞ্চলিক বিমানবন্দরের জন্যে যতটুকু জায়গার প্রয়োজন সেই জায়গা নেয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। জেলা প্রশাসক জানালেন, প্রাথমিক কাজ শুরু হলেও সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে অনুমতি পেলে মূল কাজ শুরু হবে। তিনি বলেন, সর্বশেষ নির্দেশনা অনুসারে তারা কাজ করছেন। এক্ষেত্রে জনমত যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *