সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Slider সিলেট

mg_4755-2-750x390

 

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখা দিবসটি উপলক্ষে র্যালী ও সমাবেশের আয়োজন করে।

শনিবার বেলা ১১ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। র্যালী পরবর্তী সমাবেশে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা নিসচা’র সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়েক আহমদ ও সহ-সাধারণ সম্পাদক কামাল আহমদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত পাঠ করেন জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নিচসা গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন মুন্না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশত এডভোকেট মাওলানা রশিদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, গণদাবী পরিষদের সভাপতি ডা. হাবিবুর রহামন, সমাজসেবী গোলাপগঞ্জ কিমিউনিটি পুলিশের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিসচার উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন আহমদ রিপন, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডর সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সমাজসেবী আব্দুল রহিম চৌধুরী রিপন, ইনাম আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার এএসআই আতিকুর রহমান, দৈনিক যুগান্তর গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক জালাল আহমদ, নিসচা’র সহ-সভাপতি শাফায়াৎ জামিল চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নিসচা’র সহ-সভাপতি গোলাম মোস্তফা মুছা, সমাজসেবী আমিনুল ইসলাম আমীন, ওয়েল ফেয়ার ট্রাষ্টের সভাপতি মওদুদ হোসেন চৌধুরী সুমন, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম কফ প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগত ভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে।দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। যার দরুন বহু লোক মারা যাচ্ছে। অনেকে পঙ্গুত্ব বরণ করছে। অযোগ্য ড্রাইভিং, অতিরিক্ত মাল বুঝাই এবং আইনের যতেষ্ট প্রয়োগ না থাকার দরুন সড়ক দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। শুধু মানবন্ধন ও র্যালীতে সীমাবদ্ধ না থেকে প্রত্যেক কর্মীকে সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যেতে হবে। বিভিন্ন স্কুল প্রতিষ্টানের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষন দিয়ে গড়ে তুলতে হবে। সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চালক, মালিক, যাত্রী, পথচারীদের সচেতনতার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *