সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

Slider বিনোদন ও মিডিয়া

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় তারা বৃহত্তম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।

যেসব সংগঠনের ছাত্ররা নির্যাতন করবে, তাদের কার্যালয় ঘেরাও করা হবে বলেও বক্তব্য দেন তারা।

প্রসঙ্গত, রোববার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর এ হামলায় এপির সাংবাদিক এমএ আহাদসহ কর্তব্যরত অনেক সাংবাদিক আহত হন।

এ ছাড়া রাজধানীর ধানমণ্ডিতে ছাত্রলীগ, যুবলীগ সংগঠন সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় অন্তত পাঁচ সাংবাদিককে মারধর করে তারা।

আহত সাংবাদিকদের দাবি, পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর এসব বর্বর হামলা চালানো হয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও তারা অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *