খালেদা জিয়াকে দলীয় পদ ছাড়ার পরামর্শ হাছান মাহমুদের

Slider গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

76836_Hasan-Mahmud
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়াকে দলীয় পদ ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আপনি (খালেদা) নেতৃত্ব ছাড়ুন। দায়িত্ব অন্য কারো কাছে দিন। দেখবেন বিএনপি আরো ভালো করবে।

আজ শুক্রবার দুপুরে সেগুনবাগিচার বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ঈদের দিন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ ভালো আছে। ভালো নেই খালেদা জিয়া। তার পুত্ররা দুর্নীতির অভিযোগে দেশ ছাড়া। তার তো ভালো থাকার কারণ নেই।

হাছান মাহমুদ বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাদের মুখে ছাই পড়েছে।

তিনি বলেন, দেশে অনেক গুণীজন রয়েছেন, যাদের কাজই হলো বিশেষ কয়েকটি দূতাবাসে গিয়ে সেখানকার কর্মকর্তাদের পা টেপা। তারা কেউ জীবনে এমপি হতে পারেননি। বিএনপি তাদের সুরে সুর মিলিয়ে ভুল করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *