আনু মুহাম্মদকে হত্যার হুমকি

Slider জাতীয়

35676_f3

 

ঢাকা; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল রাজধানীর রামপুরা থানায় একটি জিডি করেছেন তিনি। অধ্যাপক আনু মুহাম্মদের ধারণা যারা তাকে পছন্দ করেন না তারা তাকে হুমকি প্রদান করে তার কাজকে বন্ধ করে দিতে চায়। বুধবার রাত একটার দিকে বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের একটি নম্বর থেকে হুমকি প্রদানের এই মেসেজটি আসে। গতকাল বেলা ১২টা ৪৯ মিনিটে অধ্যাপক আনু মুহাম্মদ নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘গতরাত একটার দিকে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে পাঠানো এক বার্তা পেলাম। তিনি আরো লিখেন- এর হুবহু ুউবধঃয শববঢ়ং হড় পধষবহফধৎ, ধহফ অহংধঃঁষষধয শহড়ংি হড় ঃরসব.চ
আনু মুহাম্মদ বলেন, বুধবার রাতে তার মোবাইল ফোনে এই বার্তাটি আসে। তিনি বলেন, মেসেজ প্রদানকারী ভয় দেখাতে চায়, যেন কাজ না করি। বলেন, সমাজে এখন এমন অবস্থা চলছে যে ভয়ভীতি দেখিয়ে, জোর করে একশ্রেণির মানুষ তার কাজ থেকে দূরে রাখতে চায়। কারা এমন হুমকি দিতে পারে এমন প্রশ্নের জবাবে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ?বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব বলেন, যারা তাকে পছন্দ করেন না, এই হুমকির সঙ্গে তাদের যোগসূত্র থাকতে পারে। রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আলাপ-আলোচনার শুরু থেকেই সরকারের গৃহিত পদক্ষেপের বিরোধিতা করে আসছেন আনু মুহাম্মদ। রামপালে বিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলনে তিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই আন্দোলনের সঙ্গে হুমকির কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না। তবে তার ধারণা, তার কাজকর্মে যারা নাখোশ তারা এমন হুমকি দিতে পারেন। তারা চাচ্ছেন তিনি যেন তার কাজ থেকে সরে যান। মোবাইল মেসেজে পাঠানো হুমকির ব্যাপারে তিনি গতকাল রাত ৮টার দিকে রামপুরা থানায় একটি জিডি করেছেন। এতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *