স্টাফ করেসপন্ডেন্ট
শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: জেলার শ্রীপুর উপজেলার একটি জঙ্গলের পাশে রাস্তা সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারীর বয়স আনুমানিক ৫০ বছর। মাথা ও গাঢের বিভিন্ন অংশ থেতলানো রয়েছে।
বৃহসপতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানার রাজাবাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জঙ্গলের পাশে একটি ইটের তৈরী রাস্তার কয়েকগজ দূর থেকে ওই লাশ উদ্ধার হয়।
শ্রীপুর থানার পরিদর্শক(তদন্ত) আবুল কাশেম পিপিএম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাশ টি উদ্ধার করা হয়েছে। মনে হয় বাইর থেকে কেউ খুন করে লাশ ফেলে রেখে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হচ্ছে।