মন আমার কোন কথা শুনে না কিছুতেই বেঁধে রাখা যায় না

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা ফুলজান বিবির বাংলা বিনোদন ও মিডিয়া সারাদেশ

10720692_1492935154319456_28797597_o
বিনোদন প্রতিবেদক
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: আচেনা হৃদয় ছবিতে “মন আমার কোন কথা শুনে না, কিছুতেই বেঁধে রাখা যায় না, ক্ষনে ক্ষনে ধরে সে বায়না, কি করি কি করি উপায় বলো না, গুরু সহে না যাতনা”- শিরোনামের গানটির সঙ্গে নেচেছিলেন সাদিয়া আফরিন।

বৃহসপতিবার সকাল ১১টায় গ্রাম বাংলার সঙ্গে খোলামেলা টেলিকথোপকথনের মা্যেমে তিনি এ তথ্য জানান।

১৮ অক্টোবর মুক্তিপাচ্ছে এই ছবি। ছবিতে অভিনয় করা ও মুক্তির পর দশকদের মধ্যে কেমন সাড়া ফেলতে পারে ওই বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে গ্রাম বাংলা সঙ্গে একান্ত কথা বলেন  সাদিয়া আফরিন।

photo.php-2

সাদিয়া আফরিন বলেন, গ্লোবালাইজেশনের এই সময়ে দর্শকদের চাহিদা অনুসারে সুস্থধারার ছবি হিসেবে অচতেনা হৃদয় দর্শকদের মাঝে ব্যপক সাড়া ফেলবে বলে আমি আশা করি। যারা হলে গিয়ে ছবি দেখা ছেড়ে দিয়েছেন তারা হল মুখী হবেন বলে আশবাদ রয়েছে তার।

যুগের সঙ্গে তাল মিলিয়ে ছবি তৈরীতে অচেনা হৃদয়ের পরিচালক এস আই খান যথেষ্ট দক্ষতা ও বিচক্ষনতার  পরিচয় দিয়েছেন বলে দাবি সাদিয়া আফরিনের। তবে ছবিটির  আইটেম গান নিয়ে উঠা অশ্লীলতার অভিযোগ ভিত্তিহীন এবং অবাধ তথ্য প্রযুক্তির যুগে প্রতিযোগিতামূলক সংস্কৃতিতে হলুদ সাংবাদিকতার নগ্নহস্তক্ষেপ বলে মন্তব্য করেন অভিনেত্রী সাদিয়া।
photo.php-১

অচেনা হৃদয় সিনেমার একটি আইটেমগান নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠার বিষয়ে  সিনেমাটির পরিচালক এস আই খান গ্রাম বাংলাকে জানালেন, এটা কোন অশ্লীল নাচ নয়। আমাকে হেয় করার জন্যই এমন সংবাদ প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি উত্তরার মন্দিরা শুটিং হাউজে ‘অচেনা হৃদয়’ ছবির একটি আইটেম গানের শুটিং হয়। গানটির সঙ্গে নাচের নতুন মুখ সাদিয়া আফরিন। এ নাচটি নিয়েই ওঠে অশ্লীলতার অভিযোগ। তবে এ অভিযোগ অস্বীকার করে পরিচালক বলেন, আমার চলচ্চিত্রের আইটেম গানের বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা যে ছবিগুলো দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেগুলো সাদিয়ার অজান্তে তোলা। আমরা ক্যামেরার এঙ্গেল যেভাবে ধরে শুট করেছি তাতে অশালিন কোন কিছু প্রকাশ পায়নি। আমি এর তীব্র নিন্দা জানাই।

অচেনা হৃদয় ছবিটিতে মোট ৬টি গান রয়েছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইমন, প্রসুন আজাদ, এ বি এম সুমন, শর্মিলী আহমেদ, সুব্রত, রেহানা জলি, টাইগার রবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *