সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের মোডিয়ানো

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ সারাবিশ্ব

76622_modiano
গ্রাম বাংলা ডেস্ক: চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক প্যাট্রিক মোডিয়ানো। সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়।
৬৯ বছর বয়স্ক মোডিয়ানো তার উপন্যাস ‘রুই দেস বাটিকস অবসকিউর’-এর জন্য সবচেয়ে পরিচিত।
সুইডিশ অ্যাকাডেমি এবারের সাহিত্য পুরস্কারের জন্য ২১০ জনকে মনোনীত করেছিল। এদের মধ্যে ৩৬ জনই ছিলেন প্রথমবারের নমিনি।
গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন কানাডার লেখক অ্যালিস মুনরো। ১৯৯৩ সালে টনি মরিসনের পর আর কোনো মার্কিনি এই পুরস্কারটি পাননি।
শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

(বিস্তারিত আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *