রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই শারফুল ইসলামকে (২৭) পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহ্জাহান মিয়া (৩৫) উপজেলার নগর হাওলা গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাইদের মধ্যে জমি সংক্রান্ত জেরে প্রতিনিয়ত দ্বন্দ লেগেই থাকতো। এরই জেরে শনিবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাহজাহানকে ছুরিকাঘাত করেন শারফুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকায় এ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে শাহজাহানের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার দিন রাতেই স্থানীয় জনতা শারফুল ইসলামকে ধরে থানায় সোপর্দ করে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।