গাজীপুরে নিহত ৯ জঙ্গির ৩জনের পরিচয় পাওয়ার দাবি র‌্যাব-পুলিশের

Slider গ্রাম বাংলা বাংলার মুখোমুখি

14570318_1800486356888027_3544289942176530705_n

 গাজীপুর;  গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) হারিনাল পশ্চিমপাড়া লেবু বাগান ও পাতারটেক  এলাকার অভিযানে নিহত ৯জঙ্গির মধ্যে ৩জনের পরিচয় পাওয়া দাবি করেছে আইন শঙ্খলা বাহিনী।
 এরা হলেন রাশেদুল, তৌহিদুল ও ঢাকা বিভাগের সামরিক কমান্ডার আকাশ। প্রথম দুই জনের বাড়ি নরসিংদী। জাতীয় পরিচয়পত্র থেকে এই নাম পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে।
গাজীপুরের নোয়াগাঁও এলাকার পাতারটেকে নিহত সাত ‘জঙ্গি’র একজন আকাশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যে তামিম চৌধুরীর পর যে নেতৃত্ব দিত, ছদ্মনাম হোক আর তাদের সাংগঠনিক হোক, তার নাম হচ্ছে আকাশ। সে এখানে নিহত হয়েছে, সেই সাতজনের মধ্যে একজন।’
এর আগে র‌্যাবেরমিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, গাজীপুরের ওই বাড়িতে ভাড়া নেওয়ার সময় মালিককে যে পরিচয়পত্র দেওয়া হয়েছে তার তথ্যর ভিত্তিতে এদের নাম পাওয়া গেছে। তবে আকাশ নামে কারও নাম-পরিচয় পাওয়া যায়নি। এরা হলেন রাশেদুল, তৌহিদুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *