মেধাবীরাই মেডিকেলে ভর্তির সুযোগ পাবে

Slider বাংলার সুখবর

34775_wws

 

ঢাকা; ভর্তি পরীক্ষায় মেধার দিক দিয়ে যারা এগিয়ে থাকবে তারাই তারাই শুধু ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শুক্রবার মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় নিñিদ্র নিরাপত্তা ছিল। ভর্তিচ্ছুদের আমি শুভেচ্ছা জানাই। তারা যেন যোগ্যতার প্রমাণ দিয়ে মেডিকেলে ভর্তি হয়। একই সঙ্গে একজন ভালো চিকিৎসক হওয়ার মাধ্যেমে মা-বাবার স্বপ্নপূরণ করতে পারে। উল্লেখ্য, সরকারি-বেসরকারি মিলিয়ে এবছর ৯ হাজার ৪১৭ আসনের বিপরীতে ৯০ হাজার ৪২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীসহ সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়। সরকারি ১৮টি কলেজের ৩৭টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *