গানের আসরে গায়িকাকে গুলি

Slider সাহিত্য ও সাংস্কৃতি

গানের আসরে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় ভোজপুরি কণ্ঠশিল্পী নিশা উপাধ্যায়। গত মঙ্গলবার ভারতের বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে গতকাল বৃহস্পতিবার তা সামনে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সেনদুরবা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দ উদ্‌যাপন করতে উপস্থিত দর্শক গুলিবর্ষণ করছিল। এতে হঠাৎ করে গুলি এসে লাগে নিশার শরীরে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, গায়িকার বাম উরুতে গুলি লেগেছে। বিহারের রাজধানী পাটনার এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আপাতত তিনি বিপদমুক্ত আছেন।

জনতা বাজার থানার কর্মকর্তা নাসিরুদ্দিন খান বলেন, ‘এখনো কোনো অভিযোগ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমরা জানতে পারি ঘটনাটির ব্যাপারে, এর তদন্ত চলছে।’

বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাই বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *