টাঙ্গাইল ; ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহরের দরুন এলাকায় ছিনতাই করে পালানোর সময় র্যাবের গুলিতে নুরুন্নবী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক একজন ছিনতাইকারী। সোমবার রাত পৌনে ৯টার দিকে পৌর এলাকার দরুন এলাকায় এ ঘটনা ঘটে। নুরন্নবী টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার পাকু শেখের ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন তিনজন ছিনতাইকারী সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে। এ সময় মহাসড়কের এলেঙ্গা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে একটি ডিসকভার মোটরসাইকেলের তিন আরোহী র্যাবকে চ্যালেঞ্জ করে। পরে র্যাব তাদেরকে ধাওয়া করে। মহাসড়কের দরুন এলাকায় পৌঁছালে তারা র্যাবকে তিন রাউন্ড গুলি করে। পরে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ওই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অপর দুই আরোহী পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করেছে।