সার্ক সম্মেলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা নেপালের

Slider জাতীয়

34169_saarc

 

ঢাকা; সার্ক শীর্ষ সম্মেলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংস্থাটির বর্তমান চেয়ার নেপাল। রোববার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। আগামী নভেম্বরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশিয়ার ৮ রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে ওই সম্মেলন আয়োজনের প্রস্তাব ছিল। কিন্তু ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের উরি সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলায় দেশটির ১৮জন সেনা  নিহত হওয়ার প্রেক্ষিতে সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনা এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভূটান ওই সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পরবর্তীতে শ্রীলঙ্কা ও মালদ্বীপের তরফেও সার্ক সম্মেলন বর্জনের ঘোষনা আসে। উদ্ভূত পরিস্থিতিতে হোস্ট কান্ট্রি পাকিস্তান সম্মেলনের প্রস্তুতি স্থগিত করে। এবার সার্কের বর্তমান চেয়ার নেপালের তরফে স্থগিতের আনুষ্ঠানিক ঘোষনা এলো। ওই ঘোষণায় সার্ক  সম্মেলন আয়োজনের অনুকূল পরিবেশ না থাকার বিষয়টি উল্লেখ করে শীর্ষ সম্মেলন স্থগিত করার বিষয়ে কাঠমাণ্ডুর তরফে দু:খ প্রকাশ করা হয়। একই সঙ্গে কোন দেশের নাম উল্লেখ না করে কোন দেশের মাটি অন্য দেশের বিরুদ্ধে আন্ত:সীমান্ত সন্ত্রাস বা জঙ্গীবাদে ব্যবহার করতে না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়। গত সপ্তাহে বাংলাদেশ, ভারত, ভূটান ও আফগানিস্তান আগামী নভেম্বরে ইসলামাবাদে প্রস্তাবিত ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে তাদের সিদ্ধান্তের ব্যাখ্যাসহ নোটভারবাল পাঠায় সার্কের বর্তমান চেয়ার নেপাল এবং কাঠমুণ্ডুস্থ সংস্থাটির সচিবালয়ে। বুধবার রাতে নেপাল শীর্ষ সম্মেলনে অংশ না নেয়া সংক্রান্ত ৪ দেশের চিঠি (ডিপ্লোমেটিক নোট) পাওয়ার বিষয়টি স্বীকার করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারিত তাৎক্ষণিক ও সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে নেপাল। বিজ্ঞপ্তিতে কোন দেশের নাম উল্লেখ না করে বা সম্মেলন স্থগিতের বিষয়ে কিছু না বলে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সম্মেলনের অনুকূল বা সহায়ক পরিবেশ সৃষ্টিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে মানবজমিনকে বলেন, অতীতে বিভিন্ন দেশের আপত্তি বা অপারগতার কারণে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন বহুবার হোঁচট খেয়েছে। তারিখ পরিবর্তন করে দেরিতে হলেও সম্মেলন হয়েছে। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। হোস্ট কান্ট্রিকে ব্লেম বা দোষারোপ করে এক সঙ্গে ৪ রাষ্ট্রের সম্মেলন বয়কটের ঘটনা নজীরবিহীন। এ ঘটনার মধ্য দিয়ে সম্মেলন নিয়ে শুধু অনিশ্চিয়তাই নয়, সার্কের ভবিষ্যৎ গভীর সঙ্কটের মুখে পড়লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *