সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবীতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Slider গ্রাম বাংলা

gazipur-02-oct-16-student-high-way-road-blocked
মো. পলাশ প্রধান, গাজীপুর থেকে; এইচএসসি পরীক্ষায় নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভূক্ত করার প্রতিবাদে ও বাতিলের দাবীতে রোববার দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, গত এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ৬টি করে সৃজন শীল প্রশ্ন ছিল। সময় বরাদ্ধ ছিল ২ ঘন্টা ১০ মিনিট। কিন্তু নতুন করে ৬টির স্থলে ৭টি প্রশ্ন করার নিয়ম চালু করা হয়েছে, ১০ মিনিট বাড়িয়ে মোট সময় বরাদ্ধ করা হয়েছে ২ ঘন্টা ২০ মিনিট। এর প্রতিবাদে গতকাল রোববার দুপুরে গাজীপুরের মহানগর কলেজ, এম ই এইচ আরিফ কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজসহ ৫/৬টি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১ টার দিকে চান্দনা-চৌরাস্তা মোড়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়। ফলে চৌরাস্তায় চারপাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একারণে বিভিন্ন গন্তব্যে গমনকারী যানবাহনের চালক ও যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে অবরোধ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রায় দুই ঘন্টা পর বেলা সোয়া একটার দিকে অবরোধ থেকে সরে আসে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *