উড়োজাহাজচালক ও যাত্রীদের ​সেলফি তোলায় নিষেধাজ্ঞা

Slider টপ নিউজ

2553f9e82d8f0063869c555f05c5e885-olar-plane-2

 

ঢাকা; উড়োজাহাজে মুঠোফোন যত্রতত্র ব্যবহার করা যাবে না। এখন থেকে বিমানযাত্রী, উড়োজাহাজচালক ও ক্রুদের মুঠোফোন ব্যবহারে বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এ নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল এভিয়েশনের ৩৩৩ রুল অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, লাইসেন্স ও সনদ বাতিল করা হতে পারে।

নির্দেশনার মধ্যে রয়েছে উড়োজাহাজ চলাকালীন এর চালক ও ক্রুরা মুঠোফোন বা এ–জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও ধারণ করতে পারবেন না। এ ছাড়া বিমানযাত্রীরা উড়োজাহাজ ওঠা-নামার সময় মুঠোফোন ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না।

তবে উড়োজাহাজ আকাশে ওড়ার পর যাত্রীরা চিত্র ধারণ করতে পারবেন। তবে এ জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে।

সম্প্রতি সারা বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি সব বিমান সংস্থাকে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *