শ্রীপুরে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই, আটক তিন

Slider গ্রাম বাংলা

%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%ac-1

 

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। এসময় দু’জন ভোয়া ডিবিসহ তাদের ব্যবহৃত একটি গাড়ী ও চালকসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার বলতে গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৪০),কুষ্টিয়া জেলার সদর উপজেলার ছয়গড়িয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে রুহুল আমিন(২৮) ও তাদের গাড়ী চালক পটুয়াখালী সদরের পূর্ব ভাংরা গ্রামের লতিফ গাজীর ছেলে আলমগীর হোসেন গাজী(২৩)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ওই ঘটনা ঘটে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোস্তাফিজুর রহমান জানান, জৈনাবাজার এলাকার ব্যবসায়ী আব্দুল মান্নান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে রাস্তায় নামতেই ডিবি পরিচয়ে তাকে গাড়ীতে তোলে নেয়। পরে তার কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা রেখে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উপর ছেড়ে চলে যায়। পরে আবার ওই গাড়ীটি সন্দেহ করে  জৈনাবাজার আটক করে ব্যবসায়ী ও স্থানীয় জনতা। খবর পেয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *